| |
               

মূল পাতা সারাদেশ জেলা সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ


সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ


রহমত নিউজ     08 March, 2025     02:54 PM    


পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে আল আমিন (৩৮) নামে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। 

শনিবার (৮ মার্চ) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ বদরুদ্দোজা জানান, আজ ভোরে আবালুপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।  আল আমিনের বাড়ি হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকায়। তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানান, আল আমিন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। ভোরে আল আমিনসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের দেশি অস্ত্রে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় গুলিবিদ্ধ হয়ে আল আমিন নিহত হন। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন।

লেফটেন্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকে আমরা এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের আহ্বান জানিয়েছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর পঞ্চগড় পঞ্চগড় সদর